সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দায়িত্ব নিবেন অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান। এ উপলক্ষে ডিএমপির সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব নেবেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা বলছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিদায় এবং নতুন কমিশনার হিসেবে মো. হাবিবুর রহমানকে বরণ করে নেওয়ার জন্য ডিএমপির আভ্যন্তরীণ একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নতুন কমিশনার হিসেবে মো. হাবিবুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে পুলিশের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে তার গাড়িটি ফুলেল সজ্জিত করে পুলিশ সদস্যরা রশি দিয়ে টেনে বিদায় দেবেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ৩৬তম কমিশনার হিসেবে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
আরএ