দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তেলের ডিপো বন্ধ থাকায় ঢাকায় অধিকাংশ পেট্রোল পাম্পও বন্ধ রয়েছে। মালিকদের একাংশের ধর্মঘটে রোববার (৩ সেপ্টেম্বর) পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এ ধর্মঘট চলতে থাকলে দেশে তেলের সংকট দেখা দেবে। ফলে যে কটি খোলা আছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সব পেট্রোল পাম্প খোলা আছে; কিন্তু তেলের ডিপো বন্ধ করে রাখা হয়েছে। এ মুহূর্তে ধর্মঘট প্রত্যাহার না করলে দেশে তেলের সংকট দেখা দেবে।
তিনি বলেন, এখন যারা ধর্মঘটের ডাক দিয়েছে তারা এই সংগঠন থেকে বহিষ্কৃত। তারা আমাদের সংগঠনের কেউ না। আপনারা দেখবেন দেশের আর কোথাও ধর্মঘট চলছে না। ঢাকার পাম্পগুলোর ডিপো হচ্ছে নারায়ণগঞ্জে। সেখানে বহিষ্কৃত সংগঠনের নেতারা আশেপাশের লোকজনকে টাকা দিয়ে তেল দেওয়া বন্ধ করে রেখেছে। ঢাকার পাম্পগুলোতে অলরেডি তেল শেষ। কারণ শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকে। আজও বন্ধ রয়েছে।
পেট্রোল পাম্পের গাড়ি ডিপোতে ঢুকতে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, তেল নিতে না পারলে, পাম্প বন্ধ করে দিতে হবে। যারা ধর্মঘট ডেকেছে, তাদের দাবি যৌক্তিক। তবে সরকারকে সময় না দিয়ে ধর্মঘট ডেকে মানুষকে বিপদে ফেলা অযৌক্তিক।
সভাপতি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের দাবি ও লাইসেন্সের ঝামেলা মেটানো হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তাই মন্ত্রণালয়কে সময় দেওয়া উচিত। এদিকে বিপিসির জয়েন্ট সেক্রেটারি অনুপম বড়ুয়া গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে যেসব গাড়ি ডিপোতে আটকে আছে সেখানে তেল সরবরাহ ঠিক রাখতে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এছাড়া জেলা প্রশাসককে চিঠি দেওয়া হবে ডিপোর নিরাপত্তা রক্ষার জন্য। যারা ধর্মঘট ডেকেছেন তাদের তিনটি দাবির দুটি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরেকটি দাবি এক মাসের মধ্যে মেনে নেওয়া হবে। এ অবস্থায় ধর্মঘট ডাকতে পারে এটা বিপিসির ধারণার বাইরে ছিল।
রোববার মধ্যে ধর্মঘট প্রত্যাহার না করলে আগামীকাল (সোমবার) বিপিসি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানান অনুপম বড়ুয়া। এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে থাকা একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। আর পেট্রোল পাম্প মালিকদের অন্য একটি অংশ ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে। ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখতে এ হরতাল ডাকে তারা।
এফএইচ