সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (১৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাত পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহত অজয় চন্দ্র দেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিতে মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় আইজিপি ওসি অজয় চন্দ্র দেবের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় তিনি চিকিৎসকদের বলেন, ওসি অজয় চন্দ্রের সুচিকিৎসা ও চক্ষু ভালো করা বাহিনীর ভাবমূর্তির প্রশ্ন। এজন্য যা যা করার সেসব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইজিপি।
উল্লেখ্য, ১৯ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ওসি অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে জানা যায়।
আরএ