সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আমি ভুলতে পারিনি
সেই ধান খেতের গাঁয়ে
লেগে থাকা বিন্দু বিন্দু শিশির;
আমি ভুলতে পারিনি
গাঁয়ের পরতে পরতে ডাকতে থাকা
পাখিদের কিচিরমিচির।
আমি ভুলতে পারিনি
কোকিলের কুহু সুর
ঘুঘুর মন ভোলানো ডাক;
যেথায় থাকি আমি, এসবের সৌন্দর্য
আমার মনেতেই শোভা পাক।
আমি দেখেছি —
সেই ছোট্ট ঘাসফুলের
ঘ্রাণ বেরোয় যখন,
কচি-কাচা, খোকা-খুকি
সকলের মন ভরে ওঠে তখন।
মনে পড়ে আমার —
গোধূলি বেলায় খেতের
আইল ধরে যখন হাঁটি,
মনে হয় আমার ভালোবাসা
বঙ্গবন্ধুর মতোই খাঁটি।
আমি দেখেছি —
ঘাস ফুলের বাহারি রঙ
মেঘময় আকাশ, হেমন্তে ফসলের হাসি
আমার সেই চিরচেনা গ্রাম
আমি তোমায় ভালোবাসি।
শৈশবের সেই ক্লান্ত বিকেল,
এক পশলা বৃষ্টির ছোঁয়া, মৌমাছির গুঞ্জন,
ঝরাপাতার মর্মর ধ্বনি
আবারও বলছি আমি
তোমায় ভুলতে পারিনি।
ডিপি/