সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুন্দর নখ সবারই পছন্দ। কিন্তু ঘর পরিষ্কার বা রান্না করতে গিয়ে নখের সৌন্দর্য থাকে না। সাধারণত সাবান দিয়ে পরিষ্কার করলে হাতের নখ পরিষ্কার হয় না। এরজন্য চাই বাড়তি যত্ন। পার্লারে না গিয়ে বাড়িতেই নেওয়া যেতে পারে নখের যত্ন। যেমন-
১) হাতের নখ ছোট করে কেটে ফেললে দেখতে মোটেই ভাল লাগে না। তাই নখ না কেটে, প্রথমে ফাইল দিয়ে ঘষে পছন্দ মতো আকার দিয়ে নিন।
২) এ বার তুলনায় ঘন কোনও ক্রিম নখে, দু’হাতে ভাল করে মেখে নিন। বড় একটি পাত্রে উষ্ণ জল নিন। তার মধ্যে ১ চা চামচ শ্যাম্পু মিশিয়ে ওই জলের মধ্যে হাত ডুবিয়ে রাখুন মিনিট দশেক।
৩) এ বার নেল স্টোনের সাহায্যে নখের কিউটিকলগুলিকে ঠেলে উপর দিকে তুলুন। যদি অতিরিক্ত কিউটিকল থাকে, তা কেটে ছোট করে নিন।
৪) এর পর হাত ভাল করে মুছে নিয়ে নখের উপর স্বচ্ছ বেস কোট পরে নিন। নেলপলিশ পরতে না চাইলে শুধু বেস কোট দিয়েই কাজ চলে যাবে।
৫) শুকিয়ে গেলে পছন্দ অনুযায়ী নেলপলিশ পরে ফেলুন। নখের আশপাশে নেলপলিশ লেগে থাকলে তা শুকিয়ে যাওয়ার আগেই রিমুভারের সাহায্যে তুলে নিন।
৬) নেলপলিশের কোট শুকিয়ে গেলে তার উপর আবার স্বচ্ছ বেস কোট আরও এক বার পরে নিতে পারেন। তাতে নেলপলিশ দীর্ঘস্থায়ী হবে।
৭) অনেকেরই নখের ধারে কিউকিটল শুকিয়ে শক্ত হয়ে যায়। মরা চামড়ার মতো উঠে আসে। তাই সব শেষে নখের চার ধারে কিউটিকল অয়েল লাগিয়ে তা শুকিয়ে নিতে পারেন।
এফএইচ