সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতীয় ফ্যাশন শিল্পের অভিজ্ঞ আবু জানি এবং সন্দীপ খোসলা। গত ২৪ জুলাই, বুধবার নয়া দিল্লিতে একটি জমকালো উদ্বোধনী শো দিয়ে ইন্ডিয়া কউচার উইকে ফিরে এসেছেন তারা। যেখানে ইন্ডিয়ার সবচেয়ে প্রবীণ এবং জনপ্রিয় এই দুই ডিজাইনার নিজেদের সংগ্রহগুলো প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অভিনেতা তাহা শাহ এবং অভিনেত্রী ওয়ামিকা গাব্বি শোস্টপার হিসেবে র্যাম্পে হেটেছিলেন। সেখানে ঐতিহ্যবাহী সব পোশাক দেখানো হয়েছিল। টিউনিক থেকে শুরু করে এমব্রডারি করা লেহেঙ্গা এবং অন্য সব ধরনের ডিজাইন উপস্থাপন করা হয়েছে। সেখানে উপস্থিত তাহা শাহ যিনি নেটফ্লিক্স ডেবিউ 'হিরামান্ডি'- তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিখ্যাত এ দুই ডিজাইনারদের নিয়ে বলেন, এই জুটির ডিজাইন "সবসময়ই খুব অনন্য"।
বুধবারের অনুষ্ঠানে আবু জানি এবং সন্দীপ খোসলা তাদের নতুন ব্র্যান্ড এর উদ্বোধন করেন। ব্র্যান্ড দুটি হলো ,“ASAL and MARD“।
সন্দীপ খোসলা আধুনিক নকশার সঙ্গে ঐতিহ্যবাহী নান্দনিকতাকে একত্রিত করার জন্যই বহুল পরিচিত। আর আবু জানি তার নিখুঁত কাজ এবং সুন্দর ফিনিশীং এর জন্য। তারা খ্যাত তারকাদের জন্য পোশাক তৈরি করে আসছেন। কিছুদিন আগেও আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এই বিলিয়নিয়ার পরিবারের জন্য পোশাক তৈরি করেছেন।
এছাড়াও ২০০২ সালে এ দুই ডিজাইনার নীতা লুল্লা এবং রেজা শরিফির সঙ্গে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউড চলচ্চিত্র দেবদাসে কাজের জন্য, শ্রেষ্ঠ পোশাক ডিজাইনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।
এস