সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে প্রচণ্ড গরমের পর কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফলে রাস্তাঘাট, বাড়িঘর সব জায়গাই বর্ষার পানিতে ভিজে আছে। আর এমন আবহাওয়াতে ব্যাকটেরিয়া-ভাইরাস আরো বেশি জেগে ওঠে। আবার বর্ষা আসার সঙ্গে সঙ্গেই বাড়ি-ঘর স্যাঁতসেঁতে হয়ে ওঠে। এছাড়া ঘরে ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাড়ি-ঘরও সংক্রমণ মুক্ত রাখা খুবই জরুরি। আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়েকটি গাছ। যা অল্প খরচে, স্বল্প পরিচর্চায় বেড়ে ওঠে। তাহলে চলুন সেসব গাছের নাম জেনে নেওয়া যাক:
১. অ্যালোভেরা
সাকুলেন্ট গোত্রের গাছের মধ্যে সহজলভ্য হলো অ্যালোভেরা। অল্প পানি ও সামান্য আলো-বাতাস পেলে এই গাছ বেড়ে ওঠে। এটি ঘরের জানালা বা বারান্দায় রাখলে স্যাঁতসেঁতে ভাব কেটে যায়।
২. স্পাইডার প্ল্যান্ট
অল্প যত্নে, খুব সহজেই বেড়ে ওঠে স্পাইডার প্ল্যান্ট। সারাক্ষণ এসি চললে ঘরের মধ্যে শুষ্ক আবহাওয়া তৈরি হয়। তবে ঘরে স্পাইডার প্ল্যান্ট থাকলে এমন সমস্যা হবে না। পাশাপাশি ঘরের বাতাস দূষণমুক্ত রাখতেও এই গাছের জুড়ি মেলা ভার।
৩. স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট ঘরের ভেতরের বাতাস পরিশোধন করে। এর পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও রেহাই মেলে ড্রেসিং টেবিলে এই গাছ থাকলে।
৪. বস্টন ফার্ন
ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে জানালার এক কোনে বস্টন ফার্ন রাখা যেতেই পারে। প্রাকৃতিক ‘হিউমিডিফায়ার’ হিসেবে এই গাছটি দারুণ কাজ করে। রান্নাঘর বা বাথরুমের শোভা বৃদ্ধি করার পাশাপাশি বর্ষার ভ্যাপসা গন্ধ শুষে নেবে এই গাছ।
৫. পিস লিলি
এই গাছে সুন্দর সাদা ফুল ফোটে। ঘরের কোনে রাখলে শোভাও বৃদ্ধি পায়। আবার পুরোনো বাড়ির স্যাঁতসেঁতে দেয়াল, আবহাওয়া থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে এই গাছটি।
এস