সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, একটা সুষ্ঠু, অবাধ এবং সংঘাতমুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ।
সাক্ষাতে বিটিশ হাইকমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে সেভাবে কোনো কথা হয়নি বলে জানান আইনমন্ত্রী। শুধু জানিয়েছেন, তিনি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছেন।
আইনমন্ত্রী বলেন, সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পরে এটাই হচ্ছে আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন এখানে ডিএফডির প্রধান ছিলেন তখন আমার সঙ্গে তার পরিচয় ছিল। এটা রুটিন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সবার সঙ্গেই দেখা করবেন, সেই ইস্যুতেই আমার সঙ্গে তিনি দেখা করেছেন।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যেটা তার আগের এরিয়া ছিল সেটা নিয়ে কথাবার্তা বলেছি। তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি, তা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে, বাংলাদেশের যে উন্নয়ন, তখন হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতার দিকে তিনি লক্ষ্য রাখবেন।
মন্ত্রী বলেন, আমাদের যে জুডিসিয়াল অফিসার ও আইনজীবী রয়েছেন, তাদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি।
এফএইচ