সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে। এর পর স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইলে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার জন্য তাদের পক্ষ থেকে স্বরাষ্ট মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি। আবেদন করলে স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে এখন কিছু বলা যাবে না।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বেগম খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পাচ্ছেন।
এ সময় বিএনপি হরতাল-অবরোধে ফিরে গেলে আইনগতভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, তারা আইন বঙ্গ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।
এফএইচ