সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবহনের ব্যবস্থাপক বিপ্লব অধিকারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি জানান, শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন।
উল্লেখ্য, গত শনিবার রাত পৌনে ৯টার দিকে বাসটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরএ