সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোল্লাহাটে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করেছে।
শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শনিবার (১৩ এপ্রিল) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আছাদুল ইসলাম আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।
আটকরা হলেন, আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। এদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার (১২ এপ্রিল) রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে হৃদয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন নির্যাতিতা ওই নৃত্যশিল্পী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তার স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হয় কয়েকজন যুবক। যুবকরা ওই নারীকে এক সড়কে এবং তার স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ওই নৃত্যশিল্পীকে জোরপূর্বক ঘাটবিলা এলাকায় উপজেলা চেয়ারম্যান শাহিনূল আলম ছানা মিয়ার জমিতে থাকা পরিত্যাক্ত টিনশেডে নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, সেখানে ৮জন মিলে ওই নারীকে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে হস্তান্ত করে। পরে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৮জনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এও