সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মামলার নির্ধারিত দিন ছিল। আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমানসহ নেতৃবৃন্দ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক কর্মসূচির আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন, তারা নির্বোধের মতো মারা গেলো; আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্তু ঘরে থাকেন কী করে? এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত শেখ ওয়াজেদ আলীর ছেলে শেখ আশিক বিল্লাহ ওই বছরের ২৯ ডিসেম্বর আমলি আদালতে মানহানি মামলা দায়ের করেন।
জেবি