সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা এক মামলায় এ অভিযোগ গঠন করা হয়। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। এরপর তদন্ত শেষে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এফএইচ