সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এর একটি বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা এই ব্রাউজারের মাধ্যমে আপনার পছন্দমতো খবরের নিবন্ধ, প্রিয় সাইট দ্রুত অ্যাক্সেস করার লিঙ্ক, ডাউনলোড এবং বিল্ট-ইন গুগল সার্চ ও অনুবাদের সুবিধা পাওয়া যায়। তবে এই বছর ক্রোম ব্রাউজারের নিরাপত্তাত্রুটি নিয়ে বার বার সমস্যায় পড়েছে গুগল। ফলে একাধিক নিরাপত্তাত্রুটি সমাধান করে ব্রাউজারের নতুন সংস্করণও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। একের পর এক ত্রুটি থেকে যাওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়েছে ক্রোম ব্রাউজার। আর তাই এর ত্রুটির সন্ধান পেতে ভালনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রামে (ভিআরপি) পুরস্কারের অর্থমূল্য বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে গুগল। যার ফলে ক্রোম ব্রাউজারে থাকা নিরাপত্তাত্রুটি শনাক্তের জন্য সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার বা তিন কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।
গুগলের তথ্যমতে, শনাক্তকারীকে পুরস্কার দেওয়া হবে ক্রোম ব্রাউজারে থাকা ত্রুটির ধরন এবং সেটির ক্ষতির মাত্রা বিবেচনা করে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ের ত্রুটি শনাক্ত করলে পুরস্কার হিসেবে ২৫ হাজার ডলার পর্যন্ত পাওয়া যাবে। তবে শনাক্ত করা ত্রুটির ক্ষতির মাত্রা বেশি হলে পুরস্কারের অর্থ বেড়ে যাবে।
ক্রোম ব্রাউজারের নিরাপত্তা প্রকৌশলী অ্যামি রেসলার বলেন, ক্রোম ব্রাউজারের ভালনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রামের পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর ফলে গুরুতর ত্রুটি নিয়ে আরও গভীর ও উচ্চমানের গবেষণা উৎসাহিত হবে। এখন ক্রোম ব্রাউজারে রিমোট কোড এক্সিকিউশনের (আরসিই) মতো বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান দিলে সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে।
এস