সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এর একটি বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা এই ব্রাউজারের মাধ্যমে আপনার পছন্দমতো খবরের নিবন্ধ, প্রিয় সাইট দ্রুত অ্যাক্সেস করার লিঙ্ক, ডাউনলোড এবং বিল্ট-ইন গুগল সার্চ ও অনুবাদের সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি নতুন নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য ‘ক্রোম স্ক্রিন শেয়ারিং’ ফিচার আনতে কাজ করছে গুগল ক্রোম।
বর্তমানে অনেকেই অনলাইন সভা, ক্লাস বা ভিডিও কনফারেন্সের সময় নিজেদের ফোন বা কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে থাকেন। যেখানে অন্যদের পাওয়ারপয়েন্ট উপস্থাপনাসহ বিভিন্ন ধরনের তথ্য দেখানো যায়। ফলে যেকোনো বিষয় খুব সহজেই অন্যদের বোঝানো সম্ভব। তাই অনেকেই নিয়মিত বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে নিজেদের ফোন বা কম্পিউটারের পর্দা দূরে থাকা অন্যদের দেখিয়ে থাকেন।
তবে কখনো কখনো এর কারণে ব্যক্তিগত তথ্য নিরাপত্তাঝুঁকিতে পড়ে। আর এ সমস্যা সমাধানে জন্যই এই নতুন নিরাপত্তা সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।
নতুন এ সুবিধা চালু হলে স্ক্রিন শেয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের যন্ত্রের পর্দায় থাকা ক্রেডিট কার্ড, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য অন্যদের দেখাবে না ক্রোম ব্রাউজার। ফলে ফোন বা কম্পিউটারের পর্দায় অসতর্কভাবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য দেখা গেলেও অন্যরা তা জানতে পারবেন না।
ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারে পরীক্ষামূলকভাবে একটি পতাকা আইকন যুক্ত করা হবে। সেটিতে ক্লিক করলেই স্ক্রিন শেয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য গোপন রাখবে ক্রোম ব্রাউজার। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ সুবিধা আগামী মাসের মধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
এস