সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার অনেকে অসৎ উদ্দেশ্যে অন্যের তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করেন। আর এটাকে ‘ফেসবুক আইডি ক্লোন’ বলা হয়।
সাধারণত খ্যাতিমান শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল ক্লোন করে অসামাজিক, অনৈতিক কাজ করে থাকে প্রতারকরা। বর্তমানে এর হাত থেকে সাধারণ মানুষরাও রেহাই পাচ্ছেন না।
সাইবার বিশেষজ্ঞদের দাবি করছেন, ফেসবুক ক্লোন হলো প্রতারকদের কাছে জালিয়াতির এক নতুন উপায়। নতুন অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের শিকার বানায় এরা। তার ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে। সেখান থেকে ব্যক্তির চেনা পরিচিতদের পাঠানো হয় ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ তা ‘অ্যাকসেপ্ট’ হলেই শুরু হয়ে যায় জালিয়াতি। অপরাধীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, ই-মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে।
এই ধরনের অপরাধ চক্রের ফাঁদ এড়াতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে বলছেন, ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি পরিচিতদের জানাতে হবে। বন্ধু, আত্মীয়দের সতর্ক করে দিতে হবে যাতে তারা ওই ধরনের কোনও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ‘অ্যাকসেপ্ট’ না করে।
পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারেন। সেই পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য মন্তব্য করার বক্সে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। এছাড়া পরিচিতদের কাছে বলতে হবে যেন ক্লোন অ্যাকাউন্টটি দেখলেই রিপোর্ট করে।
এবার চলুন ভুয়া অ্যাকাউন্ট কীভাবে রিপোর্ট করতে হবে তা জেনে নেওয়া যাক:
১. প্রথমেই ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ভুয়া অ্যাকাউন্ট খুঁজে ফেসবুক পেজে যান।
২. এরপর সেখানে প্রোফাইলের এক পাশে নাম, ছবির উল্টো দিকে একটু নিচে রয়েছে ৩টি ‘ডট’ চিহ্ন।
৩. তারপর সেই ৩টি ‘ডট’ চিহ্নতে ক্লিক করলেই ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন আসবে।
৪. এরপর একটি তালিকা আসবে, আর তাতে ফেসবুক জানতে চাইবে আপনি কেন ওই প্রোফাইল রিপোর্ট করতে চান।
৫. এবার সঠিক কারণে ক্লিক করলেই ভুয়া অ্যাকাউন্টে রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
এস