সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। যেটি পরিবর্তিত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। অ্যান্ড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সম্প্রতি সেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল।
ব্যবহারকারীদের সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের এই ত্রুটি থেকে রক্ষা করতে, অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এমনকি সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে সেটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক কমপোনেন্টে থাকা সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের ত্রুটিটি ক্ষতির মাত্রা বিবেচনায় বেশ ভয়ংকর। আর তাই সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগিয়ে সহজেই অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারেন।
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে এই ত্রুটি থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন। তবে এরই মধ্যে এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনও জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।
এস