সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন জি-মেইল (Gmail)। টেক জায়ান্ট গুগলের (Google) এই সার্ভিসে অভ্যস্ত প্রায় সকলেই। শুধুমাত্র ব্যক্তিগত কাজে নয়, কর্মক্ষেত্রে অর্থাৎ অফিশিয়ালভাবেও ব্যবহার করা হয়। তাইতো ব্যবহারকারীদের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপে সহজে ই-মেইল খোঁজার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সুবিধা যোগ করেছে জি-মেইল।
নতুন এই সুবিধায় জি-মেইলে থাকা বিভিন্ন তথ্য খুব সহজেই খুঁজে পাবেন ব্যবহারকারীরা। সুবিধাটি এখন গুগল ওয়ার্কস্পেসের ওয়েব সংস্করণে ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েডে চালু হওয়ায় স্মার্টফোন থেকেও এই সুবিধা ব্যবহার করা যাবে। তবে আইফোনের জন্য সুবিধাটি এখনো চালু হয়নি। খুব শিগগিরই আইওএস যন্ত্রেও এটি চালুর পরিকল্পনা রয়েছে গুগলের।
জি-মেইল অ্যাপের ওপরে ডানদিকে থাকা জেমিনি টুলবার থেকে এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনি টুলবার চিহ্নিত করতে একটি জেমিনি স্টার প্রতীক থাকবে। এখানে ট্যাপ করে এ সুবিধা ব্যবহার করা যাবে। এ সুবিধায় ই-মেইলে থাকা সুনির্দিষ্ট তথ্য খোঁজার পাশাপাশি যেসব ই-মেইল পড়া হয়নি সেগুলোও খোঁজা যাবে। আবার নির্দিষ্ট কোনো প্রেরকের ই-মেইল দেখা যাবে এবং বিভিন্ন ই-মেইলের সারাংশ লিখে নেওয়া যাবে। এ ছাড়া গুগল ড্রাইভে থাকা বিভিন্ন নথিও খুঁজে দেবে জেমিনি। সর্বশেষ টুলটি ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে ফলাফল প্রদর্শন করবে।
গুগল ওয়ার্কস্পেস যেসব ব্যবহারকারী অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করেছেন, এ সুবিধাটি শুধু তারাই ব্যবহার করতে পারবেন। এসব ছাড়াও জি-মেইলে জেমিনির ‘হেল্প মি রাইট’ ও ‘পলিশ’ নামের দুটি সুবিধা ব্যবহার করে চাইলেই নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপযোগী নতুন ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখিয়ে নিতে পারেন জি-মেইল ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, জেমিনির লিখে দেওয়া ই-মেইল সম্পাদনার পাশাপাশি নতুন তথ্যও যুক্ত করা যাবে। ফলে কাজে ব্যস্ত থাকলেও দ্রুত গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠানো যাবে।
এস