সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ফোন নম্বর গোপন রাখার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
মূলত আমরা নিজেদের ফোন নম্বর কাজে লাগিয়ে একে–অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠিয়ে থাকি হোয়াটসঅ্যাপে। শুধু তা-ই নয়, চাইলে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজও পাওয়া যায়। কিন্তু মাঝেমধ্যেই অপরিচিত ব্যক্তিরা সরাসরি ফোন করে বসেন। এটি অবশ্য ফোন নম্বর প্রকাশের কারণে হয়ে থাকে। ফলে এর জন্য অনেকেই বিরক্ত হন। তাই এই সমস্যা সমাধানে ফোন নম্বর গোপন রাখার সুবিধা চালু করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে ফোন নম্বর গোপন রাখার সুবিধা চালু করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ‘ইউজারনেম অ্যান্ড পিন’ নামের এ সুবিধা চালু হলে ‘ফোন নম্বর’, ‘ইউজারনেম’ এবং ‘ইউজারনেম উইথ পিন’ নামের তিনটি অপশন ব্যবহার করা যাবে। অ্যাকাউন্টে ইউজার নেম অপশন নির্বাচন করা থাকলে অপরিচিত কোনো ব্যক্তি ফোন নম্বর দেখতে পারবেন না। ‘ইউজারনেম উইথ পিন’ অপশনের মাধ্যমে চার সংখ্যার একটি পিন নম্বর নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। এই পিন নম্বর জানা থাকলেই শুধু অন্য ব্যক্তিরা বার্তা পাঠাতে পারবেন।
ডব্লিউএবেটা ইনফোর তথ্যমতে, ফোন নম্বর গোপন রাখার সুবিধা চালু করলেও আগে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফোন নম্বর দেখতে পারবেন। অর্থাৎ, শুধু অপরিচিত ব্যক্তিরা ফোন নম্বর দেখতে পারবেন না। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বাড়বে।
বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর ইউজারনেম অ্যান্ড পিন সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। আর তাই প্রাথমিকভাবে এ সুবিধা শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এস