সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তবে মাঝেমধ্যেই প্রিয়জনের সঙ্গে গোপন কথা কিংবা কর্মক্ষেত্রের প্রয়োজনীয় চ্যাট ফাঁস হওয়ার খবর শোনা যায়। আর এটা নতুন কিছু নয়। এছাড়াও অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গোপনীয় ছবি শেয়ার করার সময় ছবি বা তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। তবে আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আছে, যা ব্যবহার করলে এই আশঙ্কা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হোয়াটসঅ্যাপের এই ফিচারের নাম “ভিউ ওয়ান ফিচার”। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রাইভেসি বজায় রাখতে পারবেন। কোনো গোপন ছবি পাঠানোর আগে যদি কেউ এই ফিচার চালু করে রাখে, তাহলে যাকে ছবিটি পাঠানো হবে সে কেবলমাত্র একবার সেটি দেখতে পারবেন। দ্বিতীয়বার আর দেখতে পারবেন না।
এমনকি ছবি শেয়ারের পর আপনি নিজেও আর সেটি দেখতে পারবেন না। পাশাপাশি ছবি পাঠানোর পর অন্য ব্যবহারকারীর চ্যাট পেজেও এই ছবি আর খোলা যাবে না।
এছাড়া যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে ছবিটি শেয়ার করা হবে, তিনি কোনো তৃতীয় ব্যক্তিকে সেটি ফরোয়ার্ড করতেও পারবেন না। এমনকি ছবির স্ক্রিনশটও নিতে পারবেন না। মূলত এই ফিচার চালু করলে ছবি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিন লক হয়ে যায়। এর মানে হলো এই ছবি কোনোভাবেই ফাঁস করা যাবে না।
এবার চলুন কীভাবে হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান ফিচার ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক:
১. ফিচারটি চালুর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে যান।
২. তারপর সেখানে গিয়ে আপনি যাকে ছবি পাঠাতে চান তার চ্যাট পেজে আসুন।
৩. এবার অ্যাটাচমেন্ট আইকনে ট্যাপ করে গ্যালারিতে প্রবেশ করুন।
৪. এরপর ফোল্ডার থেকে যে ছবি পাঠাতে চান সেগুলো নির্বাচন করুন।
৫. ছবি পাঠানোর আগে আপনাকে “অ্যাড এ ক্যাপশন”-এর ডান পাশে “ওয়ানস”-এ ক্লিক করতে হবে।
৬. তারপর ওয়ানসে ক্লিক করার পর স্ক্রিনে একটি পপ আপ দেখা যাবে। যাতে লেখা থাকবে “ফটো সেট টু ইউ ওয়ানস”।
৭. এবার সবশেষে আপনি ডান পাশের সবুজ অ্যারোটিতে ট্যাপ করে ছবিটি পাঠিয়ে দিতে পারেন।
এস