সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। আবার অ্যাপটিতে ছবি বা ভিডিও সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন টুলও রয়েছে। সম্প্রতি গুগল ফটোজে এআই টুলের সুবিধাগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে।
গুগলের তথ্যমতে, এআই-চালিত ফটো এডিটিং সরঞ্জামগুলো এখন বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গুগল ফটো ব্যবহারকারীরা এখন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার এবং পোর্ট্রেট লাইট বৈশিষ্ট্য বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
বর্তমানে এই বৈশিষ্ট্যগুলো যেন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের বিস্তৃত পরিসরে কাজ করে, তা নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। যাতে গুগল ফটোজের এআই এডিটিং টুলের স্যুট ব্যবহারকারীরা যে ডিভাইস-ই ব্যবহার করুক না কেন, তা যেন ভালোভাবে কাজ করে।
ম্যাজিক এডিটর ফিচারটির একটি স্যুট রয়েছে, যার মধ্যে একটি হলো- জেনারেটিভ এআই-চালিত ইরেজ টুল। ম্যাজিক এডিটরের ইরেজ ফিচার এবং ইরেজার উভয়ই একটি ইমেজ থেকে অবজেক্ট বাদ দিতে সাহায্য করতে পারে।
ম্যাজিক এডিটর ফিচারটি তিনটি ভিন্ন উপায়ে ব্যবহার করা যাবে। যেমন- ট্যাপ করা, ব্রাশ করা বা সার্কেল দেওয়া। এমনকি নিজেদের পছন্দমতো সেই ফলাফল ঠিক করতে পারে। বিভিন্ন এআই এডিটিং সরঞ্জামগুলোর একটি পাওয়ার স্লাইডার রয়েছে। আশা করা যাচ্ছে, বিনামূল্যে এআই এডিটিং টুল ব্যবহার করার ফলে এর জনপ্রিয়তা আরো বাড়বে।
এস