সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহারের ফলে, দিন দিন বেড়েই চলেছে অনলাইন স্ক্যাম। এই বিষয়ে সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করা হলেও প্রতারকদের চালাকির সঙ্গে পেরে ওঠা মুশকিল। তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন অনেকে। সম্প্রতি এমনই একটি নতুন ফাঁদ পেতেছেন তারা। এবার বিনা মূল্যে এআই টুল ব্যবহারের প্রলোভন দেখিয়ে ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে সাইবার অপরাধীরা।
বিজ্ঞাপনে ‘এআই ফটো এডিটিং’ টুল বিনা মূল্যে ব্যবহারের প্রলোভন দেখানোয় অনেকেই সেটি নামাতে আগ্রহী হন। আর সেই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করলেই কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করার পাশাপাশি ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানিয়েছে ট্রেন্ড মাইক্রো।
ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা এআই ফটো এডিটিং টুলটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলে বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনে যুক্ত থাকা ম্যালওয়্যার কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ফেসবুক পেজ হ্যাক করে বিভিন্ন ধরনের প্রতারণা কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, হ্যাক করা ফেসবুক পেজ থেকে ক্ষতিকর পোস্টও ছড়িয়ে দিচ্ছে তারা।
সাইবার অপরাধীরা ম্যালওয়্যারের মাধ্যমে অন্যদের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেই পেজটির মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করার পাশাপাশি এআই ফটো এডিটিং টুল নামানোর বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। যার ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে বিজ্ঞাপনটিতে ক্লিক করে প্রতারিত হচ্ছেন।
নিরাপত্তা বিশ্লেষকেরা পরামর্শ দিয়ে বলছেন, ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে হলে সন্দেহজনক ফেসবুকে বিজ্ঞাপনে ক্লিক করা যাবে না। বরং তা এরিয়ে যেতে হবে। এর পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে প্রদর্শন করা ছবি সম্পাদনার এআই টুল নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন।
এস