দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গুগল ক্রোম একটি বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা এই ব্রাউজারের মাধ্যমে আপনার পছন্দমতো খবরের নিবন্ধ, প্রিয় সাইট দ্রুত অ্যাক্সেস করার লিঙ্ক, ডাউনলোড এবং বিল্ট-ইন গুগল সার্চ ও অনুবাদের সুবিধা পাওয়া যায়। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর রয়েছে।
স্মার্টফোনে অন্য অ্যাপ ব্যবহারের সময় নির্দিষ্ট ওয়েবপেজে থাকা তথ্য পড়ে শোনাবে ক্রোম ব্রাউজার। অর্থাৎ স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা বা ছবি দেখার সময়ও নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা যাবে। ফলে গান শোনার আদলে ওয়েবপেজের তথ্য জানার পাশাপাশি স্মার্টফোনে বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে। আর নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারের ‘লিসেন টু দিজ পেজ’ সুবিধা উন্নত করতে কাজ করছে গুগল।
এখন লিসেন টু দিজ পেজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা যায়। তবে ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গেলেই তা বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যবহারকারীরা বাধ্য হয়ে ক্রোম ব্রাউজার চালু রাখেন। আর এ সমস্যা সমাধান করতেই নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
সুবিধাটির নাম ‘রিড অ্যালাউড ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক’। যা গুগল ক্রোমের পটভূমিতে লেখা পড়ে শোনানো সমর্থন করবে। এ সুবিধাটি অ্যান্ড্রয়েডে এখনো ব্যবহার করা না গেলেও ক্রোম ব্রাউজারের উইন্ডোজ সংস্করণে ব্যবহার করা যায়। আগামী মাসের মধ্যে অ্যান্ড্রয়েডের জন্য সুবিধাটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ‘লিসেন টু দিজ পেজ’ সুবিধা সব ওয়েবপেজ সমর্থন করে না। ফলে চাইলেও সব ওয়েবপেজের তথ্য পড়ে শোনাতে পারে না ক্রোম ব্রাউজার।
এস