সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার চালু হলো মেটার নিজস্ব চ্যাটবট মেটা এআই।
সারা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারত জুড়ে। তাই ব্যবহারকারীদের আরো সুবিধা এনে দেওয়ার জন্য অনেকদিন ধরেই চ্যাটবট চালুর চিন্তাভাবনা চলছিল। গত কয়েকমাস ধরেই ভারতে এটি নিয়ে পরীক্ষা চলছিল। অবশেষে এবার চালু হলো এই পরিষেবা।
মেটা এআই আপডেট পাওয়া ব্যবহারকারীরা তাদের সার্চবক্সে একটি নীল-বেগুনি সার্কেল দেখতে পাবেন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে এই সেবা পাওয়া যাবে। তবে এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ার কারণে অনেকেই নতুন সুবিধাটি পাননি। আপাতত আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
মেটা এআই চ্যাটবটের মাধ্যমে একাধিক জটিল কাজ করা যাবে বলে দাবি করেছেন মার্ক জাকারবার্গ। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষা জানে এই চ্যাটবট। এটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা তৈরি করা হয়েছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নেমেছে মেটা এআই। এবার চলুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে মেটা এআই ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে।
২. তারপর অ্যাপের নিউ চ্যাট অপশনের উপরেই দেখতে পাবেন একটি রিং আইকন।
৩. এরপর সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে।
৪. এবার হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন, ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে।
৫. এখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন।
১. তিন অ্যাপে আলাদা আইকন যোগ করেছে মেটা।
২. ইনস্টাগ্রামে উপরে ডান দিকে মেসেঞ্জার আইকনের ঠিক পাশে একটি এরোপ্লেন আইকন দেখা যাবে।
৩. তারপর উপরে ডান দিকে পেনসিল আইকনে ক্লিক করতে হবে।
৪. এবার Create an AI Chat অপশনে ট্যাপ করে মেটা এআই বেছে নিতে হবে।
৫. এবার প্রম্পট টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
৬. ইনস্টাগ্রামে সার্চ করেও মেটা এআই অ্যাক্সেস করা যাবে।
১. এর জন্য চ্যাট অপশনে পেনসিল আইকনে ক্লিক করতে হবে।
২. তারপর এআই চ্যাট বেছে নিয়ে ক্লিক করতে হবে মেটা এআই অপশনে।
৩. এবার আপনি যা প্রম্পট দেবেন, তা অনুযায়ী উত্তর দেবে মেটা এআই চ্যাটবট।
এস