সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সম্প্রতি মাইক্রোসফটের বিল্ড সম্মেলনে ‘কোপাইলট প্লাস পিসি’ নামের এআই প্রযুক্তিসুবিধার নতুন ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নিরাপত্তা উদ্বেগের জন্য সুবিধাটি পরিবর্তনের ঘোষণার পর এবার সেটি বাজারে আনার তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১৮ জুন থেকে এআই প্রযুক্তিনির্ভর রিকল সুবিধা মাইক্রোসফটের কোপাইলট প্লাস পিসিতে ব্যবহার করা যাবে বলে জানানো হয়। কিন্তু গত বৃহস্পতিবার এক ব্লগে মাইক্রোসফট জানায়, এখনই পিসিতে রিকল কোপাইলট প্লাস যুক্ত হচ্ছে না।
রিকল সুবিধাটি এখনই সবার জন্য উন্মুক্ত হচ্ছে না। এটি প্রাথমিকভাবে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের (ডব্লিউআইপি) প্রিভিউ হিসেবে চালু করা হবে। অবশ্য ১৮ জুন থেকে ডব্লিউআইপিতে রিকলের প্রিভিউ সংস্করণ ব্যবহার করা যাবে। এখানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী রিকল সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন এবং তাদের মতামত দিতে পারবেন। যার ওপর নির্ভর করে রিকলে পরবর্তীকালে পরিবর্তনও আনবে প্রতিষ্ঠানটি। এরপর কোপাইলট প্লাস পিসিতে রিকল সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
উইন্ডোজের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পাভান দাভুলুরি ব্লগে লিখেছেন, গ্রাহকদের নিরাপদ, সুরক্ষিত অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবটসহ কোপাইলট প্লাস পিসি ও রিকল সুবিধা আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। রিকল সুবিধায় কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়া হবে। এরপর স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হবে। এ নিয়েই নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেন ব্যবহারকারীরা। এরপর নিরাপত্তা উদ্বেগের জন্য রিকল সুবিধায় পরিবর্তন আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। প্রথমে সুবিধাটি ডিফল্ট হিসেবে চালু করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত থেকে সরে আসে মাইক্রোসফট।
এস