সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনে কর্মরত নিজেদের সব কর্মীর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাইক্রোসফট। মূলত সাইবার হামলার হুমকি মোকাবিলায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে আগামী সেপ্টেম্বর মাস থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে, অফিসের কোনো কাজ করতে পারবেন না মাইক্রোসফটের কর্মীরা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া নিজেদের সিকিউর ফিউচার ইনিশিয়েটিভ (এসএফআই) কর্মসূচির আওতায় চীনে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে মাইক্রোসফট। নতুন এ সিদ্ধান্তের ফলে শিগগিরই চীনে মাইক্রোসফট কার্যালয়ে কাজ করার সময় কর্মীদের আইফোনের মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে। এ জন্য মাইক্রোসফটের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা কর্মীদের ‘আইফোন ১৫’ দেওয়া হবে।
উল্লেখ্য, চীনে গুগল প্লে স্টোর নিষিদ্ধ হলেও শাওমি ও হুয়াওয়ের অ্যাপস্টোর ব্যবহার করা যায়। ফলে দেশটিতে এই প্রতিষ্ঠান দুটির ফোন বেশি ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা সহজেই চীনে অ্যাপস্টোর ব্যবহার করতে পারেন।
আর তাই কর্মীদের রাষ্ট্র নিয়ন্ত্রিত সাইবার হামলা থেকে নিরাপদ রাখতে অ্যান্ড্রয়েডের পরিবর্তে আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারের নির্দেশ দিয়েছে মাইক্রোসফট। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রকাশ করেনি।
এস