সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন জি-মেইল (Gmail)। টেক জায়ান্ট গুগলের (Google) এই সার্ভিসে অভ্যস্ত প্রায় সকলেই। শুধুমাত্র ব্যক্তিগত কাজে নয়, কর্মক্ষেত্রে অর্থাৎ অফিশিয়ালভাবেও ব্যবহার করা হয়। আর এটি ওয়েব জগতে প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। ফলে এটি বেহাত হলেই বিপদের মুখে পড়তে হতে পারে।
আবার সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন শপিং এবং যেকোনো ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট ওপেন করতে ই-মেইল জানতে চাওয়া হয়। আর প্রায় সকলেই জি-মেইল কে প্রাথমিক ই-মেইল হিসেবে ব্যবহার করার কারণে সেটি হ্যাক করার নতুন নতুন উপায় নিয়ে হাজির হয় হ্যাকাররা। আর একবার এটি হ্যাক করতে পারলেই একের পর এক সার্ভিস হ্যাক করা সম্ভব। এই কারণেই জি-মেইল কে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার ই-মেইল অ্যাকাউন্ট কীভাবে সুরক্ষিত রাখবেন সেই পরামর্শ গুগল নিজেই দিয়েছে। আর সেটি কোন কোন ফোন বা ডেস্কটপে ব্যবহার হচ্ছে তা আপনি google.com/devices - এর মাধ্যমে সহজেই জানতে পারবেন। নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে আগে থেকেই আপনাকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। সেখান থেকে গুগল অপশনে যান। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে সিকিউরিটি- নামের একটি বিভাগ পাবেন। সেটি স্ক্রল করলে নিচের দিকে ইউর ডিভাইস অপশন রয়েছে সেটি ক্লিক করুন। তারপরে ম্যানেজ অল ডিভাইস অপশন ক্লিক করুন। সেখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে।
যদি এই তালিকায় এমন কোন ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে সেই নামে ক্লিক করে সাইন আউট বাটন ক্লিক করে নিন।
১. আপনি নেই এমন জায়গায় থেকে লগ ইন দেখালে
২. আপনি লেখেননি এমন মেইল বক্সে থাকলে
৩. আপনি পড়েননি এমন মেইল ইতোমধ্যেই পড়া হয়ে গেলে
৪. হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেইল জমতে থাকলে সতর্ক হোন
৫. কোথাও রেজিস্ট্রেশন করেননি, কিন্তু সেখান থেকে মেইল এলে
৬. আপনার ফোন বা ল্যাপটপে লগইন রয়েছেন, তখনই যদি দেখেন অন্য কোথাও থেকে লগ ইন দেখাচ্ছে
১. অচেনা ডিভাইস থেকে সাইন আউট করুন
২. নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাসওয়ার্ড বদলে ফেলুন
৩. অচেনা বা অল্প পরিচিত কারও ফোনে, ল্যাপটপে নিজের মেল অ্যাকাউন্ট লগ ইন করবেন না
৪. টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করুন
এস