সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেরই দুই মেয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৭০২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই ব্যক্তিকে ২৩৪টি বেত্রাঘাতেরও আদেশ দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।
৫৩ বছর বয়সী ওই ব্যক্তি ধর্ষণ ও যৌন হেনস্থাসহ ৩০টি অভিযোগে দায় স্বীকার করেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছর নিজের দুই মেয়েকে ধর্ষণ করেছিলেন ওই ব্যক্তি। মেয়ে দুটির বয়স এখন ১২ ও ১৫ বছর।
জোহর প্রদেশের মুয়ারে দুটি বাড়িতে এই ধর্ষণকাণ্ড ঘটান এই ব্যক্তি। এ ঘটনায় দুই জনের মধ্যে একজন পাঁচ সপ্তাহের গর্ভবতীও হয়ে পড়েছিল।
বিচারক তার রায়ে বলেন, দুই মেয়েকে ধর্ষণের দায়ে আসামিকে যে সাজা দেওয়া হয়েছে, তা একই সঙ্গে চলবে। অপরাধের গুরুতর প্রকৃতির যুক্তি দেখিয়ে আদালতের কাছে আসামির কঠোর সাজা দাবি করেছিলেন প্রসিকিউশন।
তবে আদালতে আসামি তার অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি তার অপরাধের জন্য কম সাজার আরজিও জানান। কিন্তু আসামির এই আবেদন নাকচ করে দেন বিচারক।
এইউ