সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কলম্বিয়ার রাজধানী বোগোটায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার আফটার শক হয়। এসময় সাইরেন বেজে ওঠে ও ভয়ের সৃষ্টি হয়। খবর ফ্রি মালয়েশিয়া টুডে’র।
এ ঘটনা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে একটি ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বোগোটার মেয়র জানিয়েছেন, অনেকেই লিফটের ভেতর আটকা পড়েন। এছাড়া ছোটখাটো আরও কিছু ঘটনা ঘটেছে।
কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টা ৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী বোগোটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এল ক্যালভারিও শহরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটারের কম।
বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ মাইক্রোব্লগিং সোশ্যাল মিডিয়া ‘এক্স’ এ এক টুইট বার্তায় জানান, একটি আবাসিক ভবনের ১০তলা থেকে ওই নারী লাফিয়ে পড়েন। ভয় থেকেই তিনি এমনটা করেন। পরে দমকল বাহিনী ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এইউ