সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে ধর্ষণ ও হত্যা ঘটনা বেড়েই চলেছে। এ থেকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির ছত্তীসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বঘেল একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্তরা সরকারি চাকরি পাবেন না।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এ সময় মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বলেন, ছত্তীসগড়ে নারীসুরক্ষা নিশ্চিত করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে নিজের ভাষণে বঘেল বলেন, শিশু এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ-সহ যৌন হেনস্থার মতো নানা অপরাধে অভিযুক্তদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ করা হবে।
চলতি বছরের শেষে কংগ্রেসশাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বঘেল।
তিনি বলেন, রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছে আমাদের সরকার। শিশুকন্যা এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের উপর সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন বঘেল। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত প্রান্তে সরকারি স্কুলের একাদশ-দ্বাদশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অনলাইনে বিনামূল্যে কোচিংয়ের বন্দোবস্ত করা হবে। সূত্র: এনডিটিভি
এফএইচ