সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আদালতের এই রায়ে পাঞ্জাব প্রদেশের একটি জেলে বন্দি আছেন তিনি। তার আইনজীবীরা অভিযোগ করেছেন তাকে সেখানে অবহেলায় রাখা হয়েছে।
এর প্রেক্ষিতে ইমরান খানের যথাযথ চিকিৎসার এবং তার পরিবার ও বন্ধুরা যেন তার সঙ্গে দেখা করতে পারে সেই ব্যবস্থা করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের রায়ে ১৯৭৮ সালের পাকিস্তান জেল আইনের ৯২ নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যেকোনো বন্দিই আইনি পরামর্শ নিতে নিজের আইনজীবী এবং পরিবারবর্গের সঙ্গে দেখা করতে পারবেন।
গত ৫ অগস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের দায়রা আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ইসলামাবাদের পুলিশ প্রধানকে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। তবে তার আইনজীবীদের অভিযোগ, সেই নির্দেশ না মেনে ইমরান খানকে গ্রেফতার করেছে লাহোর পুলিশ।
দায়রা আদালতের রায়ে বলা হয়েছিল, ইমরান খানকে যেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রাখা হয়। সেই নির্দেশও না মেনে পাক পাঞ্জাবের প্রত্যন্ত একটি জেলে রাখা হয়েছে তাকে। সেখানেও নানা অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তার আইনজীবীদের। তাই ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন তারা।
আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতেই ইমরান খানকে জেলে প্রার্থনা করার আসন এবং পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণও দ্রুত পান তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আদালত।
এসময় পাঞ্জাবের অ্যাটক জেল থেকে ইমরান খানকে যাতে দ্রুত আদিয়ালা জেলে সরানো হয়, হাইকোর্টে সেই আর্জিও করেন তার আইনজীবীরা।
এফএইচ