সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১০৫ জন। সোমবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের
কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালাতের একটি মহাসড়কের পাশে অটো মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিস্ফোরণ ঘটলে কাছের একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। অনলাইনে একটি ভিডিও দেখা গেছে, একটি একতলা ভবনে আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, এখানে যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে।
রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কো জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আহত হয়েছেন ১০৫ জনে। আহতদের মধ্যে ১৩ শিশু রয়েছে।
রাশিয়ার জরুরি বিভাগের তথ্যমতে, ৬০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সাড়ে ৩ ঘণ্টার বেশি চেষ্টা চালায় দমকল বাহিনী।
এফএইচ