সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউয়িতে ভয়াবহ দাবানলে গত তিন দিনে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তীব্র এই দাবানলের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। খবর সিএনএন’র।
মার্কিন কর্মকর্তারা বলছেন, দাবানলে বিপুল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ঘরবাড়ি বা স্থাপনা পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই মুহূর্তে বলা কঠিন বলেও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাউয়ি কাউন্টির মেয়র রিচার্ড টি. বিসেন জুনিয়র বলেছেন, লাহাইনা ধ্বংস হয়ে গেছে। এই এলাকাটি পশ্চিমাঞ্চলীয় মাউয়ি একটি অর্থনৈতিক কেন্দ্র। প্রতিবছর এখানে লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন।
দাবানলের কারণে পশ্চিমাঞ্চলীয় মাউয়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তাই ঘরবাড়ি ছেড়ে পালাতে গিয়ে কত মানুষ নিখোঁজ হয়েছেন, তার হিসাবও নেই কর্মকর্তাদের কাছে।
এইউ