দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৩ ফিলিস্তিনিকে গাড়ির ভেতর গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের বহনকারী গাড়ির ভেতরেই তাদের গুলি করে হত্যা করা হয়। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ওই ফিলিস্তিনিরা হামলা চালাতে যাচ্ছিল।
সোমবার (৭ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ইসরায়েলি সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায় এবং ওই তিন আরোহীকে হত্যা করে।
বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে, জেনিন শরণার্থী শিবির থেকে ‘সন্ত্রাসীদের’ বহনকারী একটি গাড়ি হামলা চালানোর উদ্দেশে যাওয়ার পথে চিহ্নিত করা হয় এবং গুলি চালানো হয়।’
আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইকও রয়েছেন, যিনি পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের একজন ‘নেতৃস্থানীয় সামরিক কর্মী’ বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে থাকে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিহত নায়েফ আবু সুইক ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপে এবং গাজা উপত্যকায় ‘সন্ত্রাসীদের’ পরিচালিত সামরিক কার্যকলাপের অগ্রগতিতে জড়িত ছিলেন।’
কুদস নিউজ নেটওয়ার্কের মতে, ইসরায়েলি হামলার শিকার ওই গাড়িটিতে ১০০ টিরও বেশি গুলি লেগেছে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘যারা আমাদের প্রাণ কেড়ে নিতে চাইবে তাদের বিরুদ্ধে যেকোনো জায়গায় এবং যে কোনো সময় এই ধরনের পদক্ষেপ নেবে’ ইসরায়েল।
অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনিদের মৃত্যুর এই ঘটনায় অপরাধীদের শাস্তি পেতে হবে। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের তিনজন ফিলিস্তিনিকে হত্যাকারী শত্রুরা তাদের অপরাধের মূল্য পরিশোধ ছাড়া রেহাই পাবে না।’
এফএইচ