সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একের পর এক টাইফুনে নাকাল চীনে প্রবল বর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের এই ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি’র।
গত সপ্তাহে চীনে আঘাত হানে সুপার টাইফুন ডকসুরি। ওই টাইফুনের প্রভাবে টানা চতুর্থ দিন বন্যা হয়েছে বেইজিংয়ে। তবে এখানেই শেষ নয়, চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে আরেকটি টাইফুন।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষকে শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রেন ও যান চলাচলে ব্যাঘাত ঘটে।
চীনে আঘাত হানার আগে ফিলিপাইন ও তাইওয়ানেও তাণ্ডব চালায় ডকসুরি। সেখানে ডকসুরির আঘাতে কমপক্ষে ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে।
চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় এলাকা, তিয়ানজিন ও হেবেই প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
এইউ