সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ জানান, গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় সিনওয়ার নিহত হন।
এক বিবৃতিতে কার্টজ বলেন, ‘ইয়াহিয়া সিনওয়ার, আইডিএফ সৈন্যদের হাতে নিহত হয়েছেন।’
এদিকে হামাস সূত্র বলছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় ইসরায়েলি অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার গাজা উপত্যকায় তিন হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে মনে করছে তেল আবিব।
উল্লেখ্য, সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যা গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। তখন থেকেই ইসরায়েলের ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন সিনওয়ার।
সূত্র: রয়টার্স
অ