সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাইজেরিয়া থেকে থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। নাইজারের রাজধানী নিয়ামে এয়ার বেস ১০১ এ সোমবার (৮ জুলাই) নাইজেরিয়ান সেনাবাহিনীতে আমেরিকান অধিকার স্বত্ত্ব হস্তান্তর নথি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।
এই অনুষ্ঠানে নাইজারের বেসামরিক ও সামরিক ব্যক্তিত্বের পাশাপাশি আমেরিকান রাষ্ট্রদূত ক্যাথলিন ফিটজগিবন উপস্থিত ছিলেন।
নাইজার আর্মির চিফ অফ স্টাফ কর্নেল মামানে সানি কিয়াউ জানিয়েছেন, এই চুক্তিতে নিয়ামে, আগাদেজ, ওউল্লাম এবং ডিফা এলাকাসহ নাইজার থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত আমেরিকান সামরিক সম্পদ অপসারণের কথা বলা হয়েছে।
এয়ার বেস ১০১ থেকে বাহিনী এবং সরঞ্জাম অপসারণের পর মার্কিন যুক্তরাষ্ট্র আগাদেজ শহরের এয়ার বেস ২০১ থেকে প্রত্যাহার করা শুরু করবে।
"নাইজেরিয়ান এবং মার্কিন কর্মকর্তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল সৈন্য প্রত্যাহার নিশ্চিত করতে কাজ করবে," তিনি আরও বলেন।
এর আগে আমেরিকান সৈন্যরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে নাইজার থেকে তাদের আনুষ্ঠানিক প্রত্যাহার ঘোষণা করেছিল।
সূত্র: ভোয়ানিউজ।
এমএ