সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারত-নিয়ন্ত্রীত কাশ্মীর রাজ্যের শ্রীনগরে স্থানীয় ঝিলাম নদীতে নৌকা ডুবে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন। জীবিত এবং মৃত মিলে ১০ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা । নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল যারা স্কুলে যাচ্ছিল। রাজ্যের দুর্যোগ ত্রাণ বাহিনী নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি নিয়ন্ত্রণ করতে দাঁড় ব্যবহার করা হলেও তীব্র স্রোতের কারণে তা কাজে আসেনি, ফলে নৌকাটি ভেসে যায়।
কাশ্মীরে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ঝিলাম নদীর বর্তমানে টইটম্বুর অবস্থা। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড় ধ্বসে জম্মু-শ্রীনগর হাইওয়েও বন্ধ রেয়েছে।
এম