সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভিউ বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে প্লেন বিধ্বস্ত করানোয় এবং মার্কিন তদন্ত কর্মকর্তাদের কাছে মিথ্যা বলায় এক ইউটিউবারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।
২০২১ সালের ডিসেম্বরে ওই প্লেন বিধ্বস্ত করার ভিডিও পোস্ট করেছিলেন ৩০ বছর বয়সী ট্রেভর জ্যাকব। তখন তিনি জোর দিয়ে দাবি করেছিলেন, এটি একটি দুর্ঘটনা ছিল।
কিন্তু ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, সেলফি স্টিক হাতে নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়েন জ্যাকব এবং একটি প্যারাসুটের সাহায্যে মাটিতে অবতরণ করেন। ওই ভিডিওটি কয়েক লাখ বার দেখা হয়।
আদালতে জ্যাকব বলেন, একটি পণ্যের স্পন্সরশিপ চুক্তির অংশ হিসেবেই ওই ভিডিওটি ধারণ করেছিলেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে সাবেক এই অলিম্পিক স্নোবোর্ডার নিজের দোষ স্বীকার করেন। সোমবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল প্রসিকিউটররা বলেন, সোশ্যাল মিডিয়া ভিউ এবং আর্থিক সুবিধা এবং সংবাদের শিরোনাম হতেই সম্ভবত জ্যাকব এমন কাজ করেছিলেন।
তবে এ ধরনের ‘ঝুঁকিপূর্ণ’ কিছু কখনই সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রসিকিউটররা। পরে এক বিবৃতিতে জ্যাকব তার সাজাকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।
এইউ