দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া। রোববার (১ অক্টোবর) থেকে চালু হওয়া এই বুলেট ট্রেন দেশটির সবচেয়ে বড় দুটি শহরকে যুক্ত করবে। খবর সিএনএন’র।
পুরো প্রজেক্টের সিংহভাগ অর্থ জুগিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি কোম্পানি। মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ এই উচ্চ গতির ট্রেন।
বেশ কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর ৭৩০ কোটি ডলারের এই প্রজেক্ট রোববার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ট্রেনটি রাজধানী জাকার্তা থেকে পশ্চিম জাভার বান্দুংয়ের মধ্যে চলাচল করবে।
১৩৮ কিলোমিটার দীর্ঘ এই উচ্চ গতির রেললাইনের আনুষ্ঠানিক নাম ‘হুশ’। ইন্দোনেশিয়ায় এর মানে হচ্ছে ‘সময় বাঁচিয়ে সর্বোচ্চ কার্যকরী নির্ভরযোগ্য ব্যবস্থা’।
সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এই ট্রেন প্রতি ঘণ্টায় প্রায় ২১৭ মাইল গতিতে ছুটতে পারে। এতে জাকার্তা থেকে বান্দুং যেতে তিন ঘণ্টার পরিবর্তে সময়ে লাগবে মাত্র এক ঘণ্টারও কম।
এইউ