সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডায় বন্দুকধারীদের গুলিতে নিহত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে শিখদের একটি সংগঠন। আমেরিকায় অবস্থান করা ‘শিখ ফর জাস্টিস’-এর (এসএফজে) প্রধান গুরপতবন্ত সিং পান্নু এমন ঘোষণা দিয়েছেন।
ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নুন এক বার্তায় এই হুমকি দিয়ে বলেছেন, ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওই বদলা নেওয়া হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় পান্নু হুমকি দিয়েছেন, ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজ্জার হত্যার বদলা নেওয়া হবে।
বিশ্বকাপ সূচি অনুযায়ী, উদ্বোধনী ওই ম্যাচটি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে পান্নুর দেওয়া হুমকি এখন ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে পান্নুকে বলতে শোনা গেছে, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু নয়, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’
এ সময় হরদীপ সিংয়ের নিজ্জার হত্যাকাণ্ডের প্রসঙ্গে টেনে ভারতকে উদ্দেশ করে পান্নু আরও বলেন, ‘দিল্লি খালিস্তান হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য আপনি দায়ী এবং শিখ ফর জাস্টিস এই হত্যার প্রতিশোধ নেবে। আমেদাবাদে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপ আমাদের লক্ষ্য।’
পান্নুর এই ভিডিও এমন একসময়ে সামনে এসেছে যখন ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। নিজ্জার হত্যার জের ধরেই এই বিরোধ। গত ১৮ জুন কানাডায় একটি শিখ উপাসনালয়ের সামনে নিজ্জারকে হত্যা করা হয়। এই হত্যার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতকে দায়ী করেছেন। তবে ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে।
এফএইচ