সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদের বুকে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম । বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অবতরণ করে যানটি।
এর মধ্য দিয়ে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পর)।
চন্দ্রযানটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে বলে খবরে বলা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর তথ্য এখনও অজানা রয়েছে। চন্দ্রযান-৩ সফল হওয়ায় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। আজ (বুধবার) সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করেন।
সূত্র: এনডিটিভি
জেডএ