সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে চিকিৎসা নিতে অনলাইনে টিকিট ব্যবস্থা চালুর কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। বিষয়টি নিশ্চিতে আইসিটি সেলকে নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (৪ জানুয়ারি) সকালে রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভার শুরুতেই অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি বলেন, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকিট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে।
ডা. শাহিনুল আলম বলেন, অনলাইনে টিকিট প্রাপ্তি নিশ্চিত হলে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।
সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামানসহ আরও অনেকে।
এফএইচ/