সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনে বেশি নজর দেওয়া হচ্ছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হাসান আরিফ বলেন, ‘৮ সেপ্টেম্বর আমরা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা করেছি। সভা ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাকশন নিতে এরই মধ্যে দেশের সব পৌরসভা, সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে।’
উপদেষ্টা বলেন, ‘ঢামেক হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেছি। তারা ভালো চিকিৎসা পাচ্ছেন। রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ নেই।’
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. মো. শের আলী খানসহ, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অ