সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর শাহবাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, আমরা খবর পেয়ে দোয়েল চত্বর এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়, নিহত ব্যক্তি ভবঘরে ও মাদকাসক্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তার আনুমানিক ৬০ বছর হতে পারে বলে ধারণা করেছে পুলিশ।
আরএ