সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ের পর হানিমুনে মালদ্বীপ গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাত্র চার দিনেই শেষ করেন তার মধুমন্দ্রিমা পর্ব। এবার তিনি অস্ট্রেলিয়ার পাড়ি জমান। তবে এবার ফারিণের সঙ্গে তার স্বামী থাকছে না।
ফিরেই গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন ফারিণ। না, বেড়াতে নয়। দুটি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা।
ফারিণ আরও বলেন, ১৩ আগস্ট মালদ্বীপে গিয়েছিলাম। মাত্র চার দিন ছিলাম। সুন্দর সময় কেটেছে আমাদের। আরও বেশি দিন থাকার ইচ্ছা ছিল। কিন্তু আমার শুটিংয়ের ব্যস্ততা, রাফিদেরও যুক্তরাজ্যে ফেরার তাড়া আছে।
এ অভিনেত্রী বলেন, বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর, সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, এতে মুগ্ধ আমি।
উল্লেখ্য, সাড়ে আট বছর প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয় তাদের। ফারিণের স্বামী দেশের বাইরে একটি কোম্পানিতে কর্মরত আছেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি জনপ্রিয়তা লাভ করেন।
আরএ