সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিছুদিন আগে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠে ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এরপর অভিনেত্রী অভিযোগ তুলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। তিনি বলেন, আরশ তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন।
এ নিয়ে সংবাদমাধ্যমে তাদের পাল্টাপাল্টি মন্তব্য দিতে দেখা যায়। তবে এক পর্যায়ে বিষয়টি টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো পর্যন্ত গড়ায়।
অবশেষে তা সাংগঠনিকভাবে সমাধান হলো। ঘটনার সার্বিক বিশ্লেষণ শেষে অভিনয়শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাকে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত লিখিত আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে অভিনয়শিল্পী সংঘের প্যাডে।
রোববার (১৩ আগস্ট) অভিনেত্রী চমক ও অভিনেতা আরশের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে দিনব্যাপী কয়েক দফায় বসে টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো।
সালিশি সভায় উপস্থিত থাকা একাধিক শিল্পী-নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, আন্তঃসংগঠনের বৈঠকে অভিনেতা আরশের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে সেখানে নিজের ভুল স্বীকার করে জরিমানা প্রদানে রাজি হয়েছেন অভিনেত্রী চমক।
এছাড়াও শিল্পী-নির্মাতারা জানিয়েছেন, ভুল স্বীকার করে জরিমানা দেয়ার মাধ্যমে চমকের বিষয়টি শেষ করতে নারাজ ছিল ডিরেক্টরস গিল্ড। পরে রাতে সমন্বিত সভা থেকে একপ্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নির্মাতাদের সংগঠনের নেতারা। এরপর সেখানে উপস্থিত থাকা সংবাদমমাধ্যমকর্মীদের একপ্রকার উপেক্ষা করেই আরশ ও চমককে নিয়ে নিজেদের কক্ষে চলে যান শিল্পী সংঘের নেতারা।
আরএ