সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজন। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি।
দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও ছেলের এই জন্মদিন উপলক্ষে আগেরদিন অর্থাৎ বুধবার রাতে পরীমনির বাসায় রাজ্যকে দেখতে হাজির হয়েছিলেন রাজ। কিছুক্ষণ ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলেও আসেন। পরীমনির সঙ্গে দেখা করতে চাইলেও করতে পারেননি। পরীমনি অন্যঘরে দরজা আটকে রেখেছিলেন। রাজ অনুরোধ করলেও কর্ণপাত করেননি।
পরীমনি বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। দরজা খুলিনি। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।
ছেলের জন্মদিনের পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরী। কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ।
এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। তারপর থেকে আলাদা থাকছেন দুজন।
জেডএ