সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হৃদরোগে আক্রান্ত হয়েছেন সালমান খানের ‘বডিগার্ড’ সিনেমার পরিচালক সিদ্দিক। সোমবার (৭ আগস্ট) বিকেল তিনটায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কোচির অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অনেক দিন ধরে নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছেন পরিচালক সিদ্দিক। এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ মঙ্গলবার (৮ আগস্ট) মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্দিকের পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনা দেওয়া হবে।
১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিদ্দিক।
২০০৪ সালে ‘হুলচুল’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সিদ্দিক। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি সিনেমাটি। ২০১১ সালে নির্মাণ করেন ‘বডিগার্ড’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান ও কারিনা কাপুর খান। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।
সিদ্দিক তার নির্মাণ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল— গডফাদার, কাবুলিওয়ালা, হিটলার, ফ্রেন্ডস, ভিয়েতনাম কলোনি ইত্যাদি।
জেডএ