সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জুলাই মাসের মাঝামাঝি সময়ে ছেলে জয়কে নিয়ে মার্কিন মুল্লুকে উড়াল দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে আগে ছিলেন প্রিয়তমার ছবির সফল নায়ক শাকিব খান। শাকিব-অপু এবং ছেলে জয়ের একসঙ্গে আমেরিকায় দিন কেমন কেটেছে এ নিয়ে ভক্তদর্শকদের আগ্রহের কমতি নেই। এবার অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন সেখানে কেমন সময় কেটেছে বাবা-ছেলের দিন।
শাকিব-জয়ের মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তার থেকে সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। আমেরিকায় গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে বলে জানালেন জয়ের মা অপু বিশ্বাস।
তিনি জানান, জয় প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত, একটাও কাজের ছিল না। জয়ের একটি বদঅভ্যাস আছে। সে কোনো কিছু দেখলে স্ক্রু-ডাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করে। জানার চেষ্টা করে। আবার সেটি ঠিকও করে ফেলে।
যুক্তরাষ্ট্রের রাস্তার পাশের বেঞ্চে ছেলে জয় ঘুমাচ্ছে। পাশে বসে ছেলেকে পাহারা দিচ্ছে বাবা শাকিব খান। এমন একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছিল। এইটা অভিনেত্রী বলেন, ‘জয় আসলে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে। নাগেট খেতে খেতে তার মনে হলো, সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে। শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল, বাবা তোমাকে এখানেই (নিচে) বসতে হবে। বেসিক্যালি বেঞ্চে তো জায়গাটা নাই। বাবাকে উপরেই বসাত। জয় তো বেশ লম্বা-টম্বা হয়ে গেছে। শুয়ে বেঞ্চটাকে ফিলআপ করে ফেলেছে। তখন সে ওখানে (নিচে) বসল। তখন আমার মনে হয়েছিল, বাহ! দারুণ একটা দৃশ্য। একটা ছবি ক্যাপচার করি।’